
ঢাকার পল্টনের বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবু (৬৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হোটেলের ৩২৪ নম্বর কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল ইসলাম বাগেরহাট সদরের কচুয়া এলাকার আকবর আলী হাজরার ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি নির্বাচনী কাজে ঢাকায় এসেছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান বলেন, “খবর পেয়ে কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাকে উদ্ধার করি। দ্রুত ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের কাছ থেকে জানতে পেরেছি, তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আগে দুইবার স্ট্রোক করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়াও চলছে।”
নিহতের ভাগনে রাহাতুল ইসলাম শাকিল জানান, “মামা নির্বাচনী কাজে ঢাকায় এসেছিলেন এবং ওই হোটেলে উঠেছিলেন। সন্ধ্যায় খবর পেয়ে ঢামেকে এসে মরদেহ শনাক্ত করি।”