
ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে গাজীপুর মহানগরীর টঙ্গী। প্রতিবাদ জানাতে এনসিপির নেতা-কর্মীরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন, এতে গুরুত্বপূর্ণ এই সড়কে সাময়িকভাবে যান চলাচল স্থবির হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১১টা ২০ মিনিট থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত টঙ্গীর কলেজগেট সফি উদ্দিন রোড সংলগ্ন এলাকায় মহাসড়কটি অবরুদ্ধ করে রাখা হয়। প্রায় এক ঘণ্টার এই কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা সতর্ক করে বলেন, বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এদিকে, হাদির মৃত্যুকে কেন্দ্র করে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় ছাত্র ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।