
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এক শোকবার্তায় তারেক রহমান মরহুম শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং এই দুঃসময়ে তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ও সহনশীলতা দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানান।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি মারা যান।