
রাজধানীর ব্যস্ত হাতিরঝিল রেনবো ক্রসিং এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে হাতিরঝিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে নিচের সড়কে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশে থাকা মানুষজন ভয়ে এদিক-ওদিক ছুটে যায়। তবে সৌভাগ্যক্রমে এতে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের খবর তিনি পেয়েছেন এবং ঘটনাস্থলে যাচ্ছেন। এখন পর্যন্ত এই বিস্ফোরণে কেউ আহত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।