ডিজিটাল প্রতারণার ফাঁদে ৫৮ লাখ টাকা হারালেন ব্যবসায়ী


ডিজিটাল প্রতারণার ফাঁদে ৫৮ লাখ টাকা হারালেন ব্যবসায়ী

কম কাজ করে সহজেই প্রচুর আয় করুন। এই ধরনের লোভনীয় মেসেজ অনেকে পেয়ে থাকেন। তবে সেই ফাঁদে পা দিলেই অনেক বড় বিপদ হতে পারে। এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য ভারতে প্রশাসনের পক্ষ থেকে একাধিকার বার সতর্ক করা হয়েছে। 

তবে অনেকেই এ প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। ২৭ বছর বয়সী এক ব্যবসায়ী প্রতারণার ফাঁদে পা দিয়ে ৫৮ লাখ ৭৫ হাজার টাকা হারিয়েছেন। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৬ আগস্ট ওই তরুণ টেলিগ্রামে একটি মেসেজ পান। সেখানে তাকে টোপ দেওয়া হয় তিন ঘণ্টা কাজ করলে ৪ হাজার ৬৫০ টাকা আয় করতে পারবে। এরপর নতুন ফাঁদ হিসেবে বলা হয়, ‘ম্যাঙ্গো ফ্যাশন’ নামের এক সংস্থার পক্ষ থেকে তার অফার দেওয়া হচ্ছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, ওই সংস্থার প্ল্যাটফর্মে রেজিস্টার করলে ডিজিটাল ওয়ালেটে ১০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। কাজ করতে থাকলে সেই টাকা বাড়তে থাকবে।
 
প্রথম সত্যিই অ্যাকাউন্টে টাকা বাড়তে থাকে। ফলে ওই তরুণের ভরসা বাড়ে। এরপরই তাকে সংস্থায় বিনিয়োগের অফার দেওয়া হয়। একে একে ১১টি অ্যাকাউন্টে সব মিলিয়ে ৫৮ লাখ  টাকা জমা করে দেন তিনি।

এদিকে ডিজিটাল ওয়ালেটে ৭৬ লাখ টাকা দেখালেও সেই টাকা তুলতে ৩০ হাজার টাকা তুলতে পারেন ওই তরুণ। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয় তার কাছে। বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। অবশেষে তিনি পুলিশের দ্বারস্থ হন। এরপর জিডি করলে পুলিশের তদন্ত শুরু করে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×