আনলিশড ইভেন্টে ভি সিরিজ
- প্রযুক্তি ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩৪ এম, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রযুক্তিপ্রেমী থেকে শুরু করে গেমার এবং কনটেন্ট ক্রিয়েটর—সবাইকে লক্ষ্য করে একাধিক নতুন গেমিং ল্যাপটপ বাজারে এনেছে আসুস। সম্প্রতি উন্মোচিত মডেলগুলোর মধ্যে রয়েছে রিপাবলিক অব গেমারস (ROG), টাফ সিরিজ এবং সম্পূর্ণ নতুন ভি সিরিজ। এসব ল্যাপটপে ব্যবহৃত হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।
ভি সিরিজের নতুন সংযোজন
বাংলাদেশে প্রথমবারের মতো আসুস উন্মোচন করেছে গেমিং ভি১৬ (V3607) ল্যাপটপ। এতে আছে ইনটেল কোর ফাইভ সিরিজ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। ১৬ ইঞ্চি ডিসপ্লেতে দেওয়া হয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। টার্বো ব্লু রঙ ও আধুনিক প্যাটার্নে ল্যাপটপটির ডিজাইন নজরকাড়া।
গ্রাফিকসে নতুন মাত্রা
উন্মোচিত ল্যাপটপগুলোর প্রধান আকর্ষণ ছিল এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজ জিপিইউ। এতে যুক্ত হয়েছে উন্নত গ্রাফিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ফিচার, রে ট্রেসিং এবং ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে শুধু গেম খেলার অভিজ্ঞতাই নয়, ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের কাজও হবে আরও দ্রুত ও সহজ।
আসুস জানিয়েছে, বাংলাদেশের ব্যবহারকারীদের কাছে বিশ্বমানের এই নতুন প্রযুক্তি পৌঁছে দিতে তারা কাজ করছে। নতুন ল্যাপটপ সিরিজ প্রফেশনাল, গেমার ও ক্রিয়েটর—সব ধরনের ব্যবহারকারীদের জন্যই ভবিষ্যতের প্রযুক্তির সুবিধা নিশ্চিত করবে।