
আইপিএল থেকে হঠাৎ বাদ পড়ার পর এবং ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ককে ঘিরে উত্তাপের মধ্যে মুস্তাফিজুর রহমান নিজেই সব প্রশ্নের জবাব দিলেন। মাঠের বাইরের ঝামেলা তার মনোযোগকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি, তা স্পষ্ট করলেন সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায়।
মুস্তাফিজের নামে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই তিনি নিজের ফেসবুক পেজে সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী একটি স্ট্যাটাস দেন। তিনি লিখেছেন, ‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। এই বার্তায় স্পষ্ট করে দিয়েছেন যে বাইরের সব আলোচনা তার মনোযোগ ছিনিয়ে নিতে পারেনি। মুস্তাফিজের উদ্দেশ্য একটাই, মাঠে পারফরম্যান্সের মাধ্যমে সব সমালোচনার জবাব দেওয়া।
আইপিএল ইস্যুর মধ্যেও মুস্তাফিজ চলমান বিপিএলে নিজের প্রভাব দেখাতে ব্যর্থ হননি। রংপুর রাইডার্সের জার্সিতে প্রতিটি ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন তিনি। কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষের খেলা ভেঙে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে কৌশলী বোলিং দিয়ে ব্যাটারদের বিভ্রান্ত করছেন। এই অসাধারণ ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রাখছে।
মুস্তাফিজের সাম্প্রতিক বোলিং দেখে প্রতিপক্ষের কোচরাও মুগ্ধ। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান বলেন, ‘মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচেও শেষ ২ ওভারে মাত্র ৬ রান দিয়েছে সে। মুস্তাফিজের কারণেই একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও আসছে না। এই দুইয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়ছে।’