
ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নিরাপত্তা নিয়ে শঙ্কার প্রেক্ষাপটে ভারতের বিশ্বকাপ অংশগ্রহণ বিষয়ে বিসিবি আগের অবস্থানেই অটল রয়েছে। এরই মধ্যে বিষয়টি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে বোর্ড। আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও, সেই নিশ্চয়তা মূলত খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ বলে মনে করছে বিসিবি। সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় বোর্ডের উদ্বেগ দূর হয়নি।
আইসিসির পাঠানো মেইল পাওয়ার পর বিশ্বকাপে অংশগ্রহণ করা হবে কি না, তা নিয়ে যুব ও ক্রীড়ামন্ত্রী আসিফ নজরুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের পরিচালকরা। সচিবালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বোর্ড সিদ্ধান্তে পরিবর্তন আনবে না।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা আইসিসিকে চিঠি দিয়েছি মূলত খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। কিন্তু খেলোয়াড়দের পাশাপাশি সাংবাদিক ও ভক্তরাও তো সেখানে যাবে। সবার নিরাপত্তা চেয়ে আলাদা করে চিঠি দেওয়া সম্ভব নয়। এ কারণে আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।”
তিনি আরও জানান, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের অনুমোদন অপরিহার্য। সেই অনুমোদনের বিষয়টি পরিষ্কার করতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে এই বৈঠক করা হয়েছে। বিসিবি সভাপতি বলেন, “যদি খেলোয়াড়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে এই বিশ্বকাপে আমাদের অধিকার নিয়ে আমরা ফাইট করে যাব।”
নিরাপত্তা ইস্যুতে এবার এত জোরালো অবস্থান নেওয়ার ব্যাখ্যায় আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা কোনো অজুহাত দিচ্ছি না, ভ্যালিড রিজনের কথা বলছি। এতগুলো বিশ্বকাপে খেলেছি, কখনো তো এমন কথা বলিনি। এবার বাস্তব কারণেই নিরাপত্তা নিয়ে সমস্যা মনে হয়েছে, তাই বিষয়টি তুলেছি।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আইসিসি ও সরকারের পক্ষ থেকে পূর্ণ নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট আশ্বাস পাওয়া গেলে তবেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। তার আগে ভারতের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অবস্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত দিচ্ছে না বিসিবি।