
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগে অবশেষে আনুষ্ঠানিক সাড়া দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাঠানো ই-মেইলের জবাবে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
বিসিবির কাছে পাঠানো বার্তায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উল্লেখ করেছে, বিশ্বকাপের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বাংলাদেশের প্রস্তাব ও মতামতগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। আইসিসি ও আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ তৈরি করাই এই যোগাযোগের মূল উদ্দেশ্য।
এর আগে কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, ভারত সফর ইস্যুতে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসব প্রতিবেদনকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। বিসিবির ভাষ্য অনুযায়ী, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বক্তব্য বা ভাষার সঙ্গে ওই ধরনের খবরের কোনো সামঞ্জস্য নেই। বরং দুই পক্ষের মধ্যে পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই আলোচনা এগোচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্য সামনে রেখে আইসিসি এবং সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত থাকবে।
বোর্ড আশাবাদ ব্যক্ত করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে নিরাপদ ও সফল করে তুলবে।