
নিরাপত্তা সমস্যার কারণে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এই কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এছাড়া তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিকল্প ভেন্যু বিবেচনার অনুরোধও জানিয়েছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আফ্রিদির মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো ক্রিকেট জগতের জন্য লজ্জাজনক।
আফ্রিদি বলেন, "এটা ক্রিকেট বিশ্বের জন্য খুবই লজ্জার বিষয়। ভারতই সব শুরু করে এবং শেষ পর্যন্ত তারাই নিয়ন্ত্রণ করে। এভাবে চলতে থাকলে অন্য দেশগুলো একসময় তাদের সঙ্গে চলাচল বন্ধ করে দেবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা একদম সঠিক।"
ভারতের প্রভাব নিয়ে তিনি আরও কড়া মন্তব্য করেছেন। আফ্রিদি বলেন, "টাকার দাপটে চলছে ভারত। ক্রিকেটের অনেক সিদ্ধান্তই এখন অর্থনৈতিক প্রভাবের ওপর নির্ভর করছে। যা খেলাটার জন্য ভালো নয়।"
বর্তমানে আইসিসির সভাপতির দায়িত্বে থাকা জয় শাহ, যিনি আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর সভাপতি ছিলেন, নিয়ে অনেকের ধারণা যে সংস্থায় ভারতের প্রভাব অনেক বেশি। তবে আফ্রিদি পুরোপুরি এই ধারণার সাথে একমত নন।
তিনি বলেন, "আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষও আছেন। আইসিসি শুধু ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ নয়, এটি ‘ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল’। তবে ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে থাকার যে ধারণা তৈরি হয়েছে, সেটা দ্রুত বন্ধ করতে হবে। ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে হলে আইসিসিকে আরও নিরপেক্ষ হতে হবে।"
আফ্রিদির মতে, বিশ্ব ক্রিকেটে ভারসাম্য বজায় রাখা এবং সব দেশের নিরাপত্তা ও মর্যাদাকে সমান গুরুত্ব দেওয়া আইসিসির মূল দায়িত্ব হওয়া উচিত।