
এবারের বিপিএল আয়োজনের ধারাভাষ্য ও উপস্থাপনা নিয়ে বিসিবি চমক দেখাচ্ছিল। উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে থাকতেন ভারতের রিধিমা পাঠক। ধারাভাষ্যকার হিসেবে নাম করা হয়েছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা এবং ইংল্যান্ডের কিংবদন্তি ড্যারেন গফের।
তবে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার কারণে রিধিমা পাঠকের বিপিএল যাত্রা আপাতত থেমে গেল। গত শনিবার (৩ জানুয়ারি) কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই'র নির্দেশ মেনে। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা অভিযোগ তুলেছে, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা হচ্ছে এবং ‘অ্যান্টি বাংলাদেশি’ মনোভাবকে উস্কে দিচ্ছে।
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বিসিবি জরুরি বৈঠক করে। এরপর নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়দের ভারতে পাঠানোর অক্ষমতা জানিয়ে আইসিসিকে চিঠি পাঠায়। এছাড়া, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্য কোনো দেশে সরানোর দাবিও জানানো হয়েছে।
এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশের অপারেটরদের মাধ্যমে আইপিএলের সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।