এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৯:৫৮ এম, ০৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বড় উদ্যোগের ঘোষণা দিয়েছে। এবার মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গত সোমবার অনুষ্ঠিত হয় বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন, আর মঙ্গলবার নতুন কমিটির প্রথম সভা বসে। সভায় নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্যে ২৩ জনকে বিভিন্ন স্থায়ী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সঙ্গে আলোচনায় উঠে আসে ক্রিকেটকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা—যার মধ্যে অন্যতম মাদ্রাসা পর্যায়ে ক্রিকেট চালু করা।
প্রথমবার পূর্ণ মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়া সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, স্কুল ও কলেজের পাশাপাশি এবার মাদ্রাসার শিক্ষার্থীদেরও ক্রিকেটের সুযোগ দেওয়ার উদ্যোগ নিচ্ছে বিসিবি।
তিনি বলেন, “মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।”
এর আগে থেকেই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে আসছে বিসিবি। এবার সেই ধারাবাহিকতায় মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বোর্ড।
টুর্নামেন্টের ধরন নিয়ে প্রাথমিক পরিকল্পনাও জানিয়েছেন বুলবুল। তার ভাষায়, “এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।”