বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সূচিতে পরিবর্তন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১০:০২ পিএম, ০৭ অক্টোবর ২০২৫

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তিন ম্যাচের দুটি সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবীয় দলটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে সূচি পুনর্গঠন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ২০ অক্টোবর নির্ধারিত দ্বিতীয় ওয়ানডে এক দিন পিছিয়ে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টির তারিখও পরিবর্তন করা হয়েছে—যেখানে আগের পরিকল্পনা অনুযায়ী ২৬ ও ২৮ অক্টোবরের পরিবর্তে এখন ম্যাচ দুটি হবে ২৭ ও ২৯ অক্টোবর।
তবে প্রথম ও তৃতীয় ওয়ানডের তারিখ অপরিবর্তিত রয়েছে—যথাক্রমে ১৮ ও ২৩ অক্টোবর। তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।
সব ম্যাচ শেষে ১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ওয়েস্ট ইন্ডিজ দল।
উল্লেখ্য, ক্যারিবীয়রা সর্বশেষ বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০১৮ সালে এবং ওয়ানডে সিরিজ খেলেছিল ২০২১ সালে।