এস আলম গ্রুপের অভিযুক্তদের দেশে ফেরাতে ইন্টারপোলের দারস্থ দুদক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:১৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, ব্যাংক খাতে অর্থ লুটপাটের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তাও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “অভিযুক্তদের আইনের আওতায় আনতে দুদক কাজ করছে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রায় ৫৩ কোটি টাকা অবৈধভাবে অর্জিত সম্পদের অভিযোগে সিএনএফ এজেন্ট সামসুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার কারণে আবদুস সোবহান গোলাপের স্ত্রী গুলশান আরার বিরুদ্ধেও মামলা হয়েছে।
এছাড়া, সাড়ে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ১২০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যের ভিত্তিতে ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করেছে।