বিসিসিআই সভাপতি হলেন বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং মিথুন মানহাজ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক ব্যাটিং পরামর্শক মিথুন মানহাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন।
রজার বিনির স্থলাভিষিক্ত হয়ে মানহাজ হচ্ছেন বোর্ডের ৩৭তম সভাপতি। জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা তিনিই প্রথম ব্যক্তি যিনি জাতীয় দলে না খেলেই বোর্ড সভাপতির আসনে বসলেন। বিশ্লেষকরা তার এই পদোন্নতিকে বিসিসিআইয়ের ইতিহাসে ব্যতিক্রমী এবং তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করছেন।
দীর্ঘ দুই দশকের খেলোয়াড়ি জীবন কাটালেও জাতীয় দলে খেলার সুযোগ পাননি মানহাজ। ২০১৭ সালে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেন এবং সেই বছরই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন। ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তার কোচিং দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসিত হয়।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০১৭ সালে পাঞ্জাব কিংস, ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে গুজরাট টাইটান্সে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীর রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উপ-কমিটিতেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
খেলোয়াড়ি জীবনের বড় অংশ কেটেছে দিল্লির হয়ে খেলে, যদিও ২০১৫ সালে নিজ রাজ্য জম্মু ও কাশ্মীর দলে নাম লেখান তিনি।
রজার বিনি বয়সজনিত কারণে পদ ছাড়ার পর রাজীব শুক্লা ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন। নতুন কমিটিতে তিনি সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে বহাল রয়েছেন দেবাজিত সাইকিয়া, যুগ্ম-সচিব হয়েছেন প্রবাতেজ ভাটিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন রগুরাম ভাট।
একই সভায় বিসিসিআই নতুন নির্বাচক কমিটিও ঘোষণা করেছে। পুরুষদের জাতীয় নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা ও আরপি সিং। নারীদের নির্বাচক কমিটির প্রধান হয়েছেন সাবেক ক্রিকেটার অমিতা শর্মা, যাকে সহায়তা করবেন সুলাশানা নায়াক ও শ্রাবন্তী নাইডু।
মিথুন মানহাজের এই অভূতপূর্ব যাত্রা তরুণ কোচ ও ক্রিকেট প্রশাসকদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।