নিবন্ধন পাচ্ছে এনসিপি


নিবন্ধন পাচ্ছে এনসিপি

নতুন রাজনৈতিক ভুবনে দুই দল আনুষ্ঠানিকভাবে নাম লিখাল—‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) এবং ‘বাংলাদেশ জাতীয় লীগ’। প্রাথমিক শর্ত পূরণের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এই দুই দলকে নিবন্ধনের অনুমোদন দিয়েছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুই দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি আরও ১২টি দলের আবেদন ব্যাপকভাবে যাচাই-বাছাই করা হবে। অন্যদিকে, সাতটি দলের আবেদন নামঞ্জুর করা হয়েছে।”

সচিব আরও জানান, “নিবন্ধনের জন্য এ পর্যন্ত ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছে। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হয়েছে। আমাদের তদন্ত ও যাচাই-বাছাইয়ে দুটি দল যোগ্য মনে হয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ। এনসিপির প্রতীক সম্পর্কেও তাদের একটি চিঠি প্রদান করা হবে। তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×