বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট এক ঘণ্টায় শেষ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৪:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ ও হংকং দলের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের টিকিটের জন্য ভক্তদের উত্তেজনা লক্ষ্যণীয় ছিল। রবিবার অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই এক ঘণ্টার মধ্যেই গ্যালারি ও ক্লাব হাউসের সমস্ত টিকিট শেষ হয়ে গেছে।
৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। সাধারণ গ্যালারি টিকিটের মূল্য নির্ধারিত ছিল ৪০০ টাকা, আর ক্লাব হাউসের টিকিট ছিল ২,৫০০ টাকায়। গ্যালারি ও ক্লাব হাউস মিলিয়ে মোট প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যালারির ১৮ হাজার ও ক্লাব হাউসের এক হাজার টিকিট এক ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়েছে। এবার কোনো জটিলতা হয়নি, যারা টিকিট কিনেছেন তারা সহজেই পেয়েছেন। এখন আমরা ভিআইপি ও অন্যান্য ক্যাটাগরির টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেব।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভিআইপি ও অন্যান্য বিশেষ টিকিট বিক্রির পদ্ধতি আলাদাভাবে ঘোষণা করা হবে।