পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনলেন তামিম


পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কিনলেন তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার, ২৭ সেপ্টেম্বর দুপুরে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে মনোনয়ন সংগ্রহ করা হয় তার পক্ষে। যদিও ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলেন না তামিম, তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান ফরম সংগ্রহ করেন।

এদিন শুধু তামিম নন, আরও কয়েকজন প্রার্থী পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ক্যাটাগরি বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম ফরম নেন দিনের শুরুতেই। একইসঙ্গে ক্যাটাগরি সি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরির মাধ্যমে পরিচালক নির্বাচন হয়ে থাকে। জেলা ও বিভাগ ক্যাটাগরি থেকে মোট ১০ জন পরিচালক নির্বাচিত হন সংশ্লিষ্ট বিভাগের ৭১ জন কাউন্সিলরের ভোটে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে নির্বাচিত হবেন দুজন করে, আর বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে।

ক্লাব ক্যাটাগরিতে ভোটার সংখ্যা ৭৬ জন, যাদের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা মিলিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক। এছাড়াও, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হবেন আরও দুজন পরিচালক।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×