এশিয়া কাপে লঙ্কানদের কাছে হেরে চাপে বাংলাদেশ


এশিয়া কাপে লঙ্কানদের কাছে হেরে চাপে বাংলাদেশ

এশিয়া কাপে ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থ হলো বাংলাদেশ। প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হারের মুখ দেখলো বাংলাদেশ।

 সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি টাইগাররা। ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে, একে একে ফিরেছেন শীর্ষ ও মিডল অর্ডারের সবাই। জাকির আলি এবং শামীম হোসেনের দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত হলো দলের সংগ্রহ। দুজনের দায়িত্বশীল ইনিংসে চাপ সামলে কাঙ্ক্ষিত রান পায় দলটি।

বল হাতে নামলেও ম্যাচে ফিরতে পারেননি টাইগাররা। প্রতিপক্ষের আগ্রাসী ব্যাটিংয়ে ধ্বসে যায় বাংলাদেশের বোলিংগ আক্রমণ।
শ্রীলঙ্কার বোলারদের সামনে ব্যাট হাতে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরা সহজ জয় তুলে নেয়। ম্যাচ হারের পর সিরিজে পিছিয়ে পড়লো টাইগাররা।

এই হারের ফলে সিরিজে ফিরতে হলে আগামী ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ক্রিকেটপ্রেমীরা এখন তাকিয়ে আছে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রতীক্ষায়। পরের ম্যাচেই নির্ধারণ হবে সুপার ফোরের ভাগ্য।

স্কোরকার্ড:

বাংলাদেশ: ১৩৯/৫
শ্রীলঙ্কা: ১৪০/৪

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×