বাংলাদেশ দলকে সাহস যোগাতে আবুধাবিতে ক্রীড়া উপদেষ্টা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের জন্য এশিয়া কাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই শুরু হতে যাচ্ছে শনিবার। শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে দলকে উজ্জীবিত করতে আবুধাবিতে পৌঁছেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দুপুরে বাংলাদেশ দলের টিম হোটেলে হাজির হয়ে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন, দিয়েছেন প্রেরণাদায়ী বার্তা।
এছাড়াও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি সরাসরি শেখ জায়েদ স্টেডিয়ামে বসে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। মাঠ থেকে দলকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যেই এই উপস্থিতি।
বাংলাদেশের সমর্থকরাও এই ম্যাচ ঘিরে দারুণভাবে উত্তেজিত। কারণ এই জয় সরাসরি দলকে টুর্নামেন্টের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে দেবে।
উল্লেখ্য, এশিয়া কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল তুলনামূলক সহজ দল হংকং। প্রত্যাশিত জয় হলেও ম্যাচটি ঘিরে আগ্রহ ছিল কম, এমনকি গ্যালারিতেও দর্শকের সংখ্যা ছিল সীমিত।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের গুরুত্ব একেবারেই আলাদা। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দলের দ্বৈরথ রীতিমতো উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে। উপমহাদেশীয় এই হাইভোল্টেজ লড়াই দেখতে মুখিয়ে আছেন অসংখ্য ভক্ত। সেই আগ্রহে সাড়া দিতেই মাঠে উপস্থিত থাকছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।