বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৫:৫১ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এই আসরের টিকিটের জন্য প্রাথমিক আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র একদিনের ব্যবধানে দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে আয়োজক তিন দেশের সমর্থকেরা। তাদের পরের তালিকায় রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও পর্তুগালের ভক্তরা।
২০২৬ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত।
প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ওইদিনই আবেদনকারীদের ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বাছাইয়ের ফলাফল। এরপর ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকবে। সরাসরি ক্রয়ের কোনো ব্যবস্থা নেই। প্রথম ধাপে আসন খালি থাকলে পরবর্তীতে পুনরায় বিক্রির বিজ্ঞপ্তি দেওয়া হবে ফিফার ওয়েবসাইটে।
২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল পর্যন্ত টিকিট কেনা যাবে ধাপে ধাপে। এজন্য সমর্থকদের ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে ফিফা আইডি তৈরি করতে হবে। তবে শর্ত অনুযায়ী আবেদন করতে হলে বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর। প্রাথমিকভাবে কেবল ভিসা কার্ডধারীরাই আবেদন করতে পেরেছেন।
টিকিটের দাম গ্রুপপর্বে সর্বনিম্ন ৬০ ডলার (প্রায় ৭ হাজার ৩০৭ টাকা) থেকে শুরু হবে এবং ক্যাটাগরিভেদে তা বাড়বে। বিক্রির সময় সব ১০৪টি ম্যাচের একক টিকিট ছাড়াও দলভিত্তিক ও ভেন্যুভিত্তিক টিকিট পাওয়া যাবে।
২০২৬ সালের বিশ্বকাপে থাকবে রেকর্ড ৪৮টি দল এবং ১০৪টি ম্যাচ। টুর্নামেন্ট চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি ও কানাডায় ২টি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে। ফিফা আশা করছে, এবারের আসরে অন্তত ৬.৫ মিলিয়ন দর্শক উপস্থিত থাকবে।