এশিয়া কাপ মিশন শুরু করতে ঢাকা ছাড়ল টাইগাররা
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ০৬:১০ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয় দল আজ প্রথম ধাপে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো। দুইটি পৃথক গ্রুপে ভাগ হয়ে এই যাত্রা শুরু করেছে টাইগাররা।
প্রথম ধাপের যাত্রায় আজ সকালে দেশ ছাড়েন অধিনায়ক লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম এবং শামীম পাটোয়ারী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্বিতীয় গ্রুপ সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ ছাড়বে।
বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে। গ্রুপে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে টাইগাররা। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।
‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে জায়গা পাবে। সুপার ফোরের সেরা দুই দল ফাইনালে খেলবে।
গ্রুপ পর্বের সব ম্যাচ আবু ধাবিতে অনুষ্ঠিত হবে এবং শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে।
শ্রীলংকা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় অর্জনের পর আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ে নামবে।
বাংলাদেশ দল:
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, শাখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।
স্ট্যান্ডবাই খেলোয়াড়:
সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।