ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব


ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় পরাজয়ের দিনেই আলোচনায় উঠে এলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি।

সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবের দল দুবাই ক্যাপিটালস ২২ রানে জয় পায়। টস হেরে ব্যাট করতে নেমে সাকিব ৩৭ বলে ৫৮ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। তার অলরাউন্ড পারফরম্যান্সেই জয়ের দেখা পায় দলটি।

ম্যাচ শেষে সাকিব জানান, খুব অল্প সময়ের নোটিশে তাকে দলের সঙ্গে যোগ দিতে হয়। এক খেলোয়াড় চোটে পড়ায় শেষ মুহূর্তে তাকে ডাকা হয়। তিনি বলেন, "দুবাই ক্যাপিটালসের অংশ হতে পেরে গর্বিত।"

ক্যারিবিয়ানের মাঠ ও পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে সাকিব বলেন, "২০০৭ সাল থেকে এই অঞ্চলে খেলছি, এটি আমার দ্বিতীয় বাড়ির মতো। এখানকার কন্ডিশন আমার ভালোই চেনা, জানি কোথায় কেমন বল করতে হয়। অ্যামাজনে খেলা আমাকে বাড়তি সুবিধা দিয়েছে।"

ব্যাটিং ও বোলিং উভয়ের গুরুত্বের কথা তুলে ধরে সাকিব বলেন, “আমার উইকেটে থাকা দরকার ছিল, কারণ অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়ছিল। শেষ পর্যন্ত আমরা ১৬০ রানের ওপর করতে পেরেছি। গায়ানার কন্ডিশনে এমন স্কোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ছোট টুর্নামেন্টে প্রথম ম্যাচ জয় সবসময় গুরুত্বপূর্ণ। এই জয়ে আমাদের আত্মবিশ্বাস বাড়বে, আশা করছি এখান থেকে আমরা ভালোভাবে এগিয়ে যাব।”

সাকিবের এমন দাপুটে অভিষেকেই গ্লোবাল সুপার লিগে দারুণ সূচনা করল দুবাই ক্যাপিটালস।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×