কাশ্মীরে হামলার ঘটনায় পকিস্তান থেকে সরে গেল টুর্নামেন্ট


MARCH NAEEM 2ND/india_pakistan_20250503_120910905.jpg

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটকসহ ২৬ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানে আয়োজিত সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে থাকে ভারত।

দুই দেশের ভিতর কূটনৈতিক উত্তেজনার প্রভাবে খেলোয়াড়দের নিরপত্তা ইস্যু ভেবে এবারের সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের (সিএভিএ) পুরুষ নেশনস লিগ স্থানান্তর করা হয়েছে। নির্ধারিত আয়োজক দেশ পাকিস্তানের বদলে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে উজবেকিস্তানে।

প্রথমে ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, অংশগ্রহণকারী কয়েকটি দেশের নিরাপত্তা উদ্বেগের কারণে স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিএভিএের বার্ষিক সাধারণ সভা ২৫ এপ্রিল নেপালে অনুষ্ঠিত হয়, যেখানে সদস্য দেশগুলো পাকিস্তান-ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্ককে কেন্দ্র করে তাদের উদ্বেগ প্রকাশ করে। পরবর্তীতে সর্বসম্মতভাবে টুর্নামেন্টটি উজবেকিস্তানে স্থানান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ ইয়াকুব বিষয়টি নিশ্চিত করে জানান, 'ভারত-পাকিস্তান সম্পর্কের কারণে কিছু দেশ অংশগ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছিল। তাই আয়োজক দেশ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে পাকিস্তান, ইরান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং ভারত।

শুধু ভলিবল নয়, ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েনের প্রভাব পড়তে পারে হকি ও ক্রিকেটেও। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ ভবিষ্যতে আর দেখা যাবে না বলেই মনে করছেন ক্রীড়াঙ্গনের সাবেকরা! এমনকি আসন্ন নারী ক্রিকেট বিশ্বকাপে দুই দলকে এক গ্রুপে না রাখার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিসিআ! 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×