আল হিলাল ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছেন জানালেন নেইমার


আল হিলাল ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছেন জানালেন নেইমার

ঘটা করেই সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে প্রো লিগের দলটির হয়ে তাঁর ইতিহাস গড়া হলো না। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ১০ ম্যাচও খেলা হয়নি, গোল করেছেন কেবল ১টি। টানা চোটের কারণে মাঠের বাইরেই থাকতে হয়েছে বেশি।

এসব কারণেই নেইমার ও আল হিলাল দুই পক্ষ মিলেই চুক্তি বাতিল করেছে। এদিকে আল হিলাল ছেড়ে নেইমার কোথায় যাচ্ছেন তা জানতেই মানুষের আগ্রহ বেশি। ব্রাজিলিয়ান এই তারকা নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন, এমন গুঞ্জণই ছিল বেশি।

নেমার সান্তোসে ফিরবেন এমন আলোচনা অনেক দিন ধরেই চলছিল। আল হিলাল ছাড়ার পর এমন আলোচনা আরও বেশি হালে পানি পায়। সান্তোসের প্রেসিডেন্টও এসব আলোচনায় রসদ জুগিয়েছিলেন।

অবশেষে নেইমার নিজেই জানিয়েছেন যে সান্তোসেই ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে নেইমার বলেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’

এদিকে নেইমারের পোস্টের উত্তরে সান্তোস লিখেছে, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’ আগামী বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুতি শুরু করবেন জানিয়ে নেইমার আরও বলেন, ‘এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন। একমাত্র সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×