সমর্থকদের বড় সুসংবাদ দিলো বরিশাল, দলে যোগ দিচ্ছেন তারকা পেসার


November 16/tah-1738170459.webp

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশতম আসরে দুর্দান্ত ফর্মে থাকা ফরচুন বরিশাল তাদের দলকে আরও শক্তিশালী করতে দলে ভেড়াচ্ছে আরও এক বিদেশি তারকা ক্রিকেটারকে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল নিজেই। 

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৯ উইকেটের জয় পাওয়ার পর সংবাদ সম্মেলনে তামিম জানান, প্লে-অফের আগে দলে যোগ দেবেন মিলনে। ইতোমধ্যে বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে এবং এখন তাদের লক্ষ্য ফাইনালের টিকিট কাটা।

অ্যাডাম মিলনে বর্তমানে দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-২০ তে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন। তবে তার দল পয়েন্ট তালিকার নিচের দিকে থাকায় গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত প্রায়। এই সুযোগটি কাজে লাগিয়ে ফরচুন বরিশাল তাকে দলে ভিড়িয়েছে।

অভিজ্ঞ এই পেসার এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ১৯৩ ম্যাচ খেলে ২১৯ উইকেট শিকার করেছেন তিনি।

ফরচুন বরিশাল ১১ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্লে-অফে বরিশাল আরও শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে প্রস্তুত। মিলনের অন্তর্ভুক্তি দলে বাড়তি শক্তি যোগ করবে, যা তাদের শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×