টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল শাকিব খানের ঢাকা


টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল শাকিব খানের ঢাকা

বিপিএলের চলতি আসরের উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি তারকাখচিত রংপুর রাইডার্স আর বাংলা সিনেমার মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালস।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতলেন ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা। 

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ব্যাটিং করবে।

ঢাকাতে আছেন লিটন দাস, জনসন চার্লস, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমানের মত তারকা।

রংপুরে আছেন অ্যালেক্স হেলস, সৌম্য সরকার, খুশদিল শাহরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×