তামিমের ফরচুন বরিশালের স্পনসর এশিয়ান ডিস্ট্রিবিউশনস


তামিমের ফরচুন বরিশালের স্পনসর এশিয়ান ডিস্ট্রিবিউশনস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ ফরচুন বরিশালের স্পনসর হিসেবে চুক্তি সই করেছে বৈশ্বিক গাড়ি ব্র্যান্ড ওমোদা অ্যান্ড জাইকোর বাংলাদেশের বিশেষ পরিবেশক এশিয়ান ডিস্ট্রিবিউশনস লিমিটেড। স্থানীয় কমিউনিটির সাথে সংযোগ স্থাপন এবং অত্যাধুনিক অটোমোটিভ প্রযুক্তি ও ক্রিকেট বিশ্বের সংযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে দলগত কাজ, উৎকর্ষ ও উদ্ভাবনের অভিন্ন মূল্যবোধ উদযাপন করাই এই কৌশলগত স্পনসরশিপের লক্ষ্য। 

ঢাকা উত্তর সিটির তেজগাঁওয়ে অবস্থিত ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশের শোরুমে রোববার (২৯ ডিসেম্বর) এ চুক্তি সই হয়।

চুক্তি সই চূড়ান্ত করতে আয়োজনের মূল আকর্ষণ হিসেবে হাজির ছিলেন ফরচুন বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান ও সিনিয়র ম্যানেজার খায়রুল আলম, ফরচুন বরিশালের মালিক মো. মিজানুর রহমান।

খেলোয়ারসুলভ আচরণ ও অটোমোটিভ শ্রেষ্ঠত্বের মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বিলাসবহুল ওমোদা অ্যান্ড জাইকো গাড়ির পাশাপাশি, তামিম ইকবালের সাথে বিশেষ ফটোসেশনের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

বাংলাদেশের বাজারে নিজেদের অবস্থান জোরদার করার পাশাপাশি, এই কৌশলগত অংশীদারিত্ব ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশের জন্য নতুন মাইলফলক হয়ে থাকবে। সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনের জন্য বিখ্যাত এই ব্র্যান্ডগুলো মাঠে অনবদ্য পারফরম্যান্সের জন্য সুপরিচিত ফরচুন বরিশালের চেতনার সাথেও সঙ্গতিপূর্ণ। ফরচুন বরিশাল বিপিএল ২০২৪’-এর চ্যাম্পিয়ন দল।

এ নিয়ে দেওয়ান সাজেদুর রহমান বলেন, ‘ওমোদা অ্যান্ড জাইকো বাংলাদেশ ও ফরচুন বরিশালের মধ্যে এই অংশিদারিত্ব শ্রেষ্ঠত্ব, উৎকর্ষ ও উদ্ভাবনের প্রতি আমাদের নিরলস প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। এই চুক্তি দেশের সাথে আমাদের সংযোগকে জোরদার করবে; একইসাথে, উন্নতিকে অনুপ্রাণিত করতে আমাদের অব্যাহত সহায়তার কথাও মনে করিয়ে দিবে। বিপিএলের চেতনা ধারণ করতে পেরে ও তাদের সহায়তা করতে পেরে আমরা সত্যিই উচ্ছ্বসিত।’

চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেডসহ একাধিক ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান চেরি গ্রুপের মালিকানাধীন ব্র্যান্ড ওমোদা অ্যান্ড জাইকো। বিশ্বব্যাপী ইনটেলিজেন্ট টেকনোলজির প্রসারে অবদান রাখা চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ওমোদা অ্যান্ড জাইকো। চেরি গ্রুপের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভেতরে ও বাইরে অগ্রগতিকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতির বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ওমোদা অ্যান্ড জাইকো।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×