বিপিএলে সাকিবের না থাকাটা হতাশার: সুজন


December 2024/Sujan.webp
খালেদ মাহমুদ সুজন

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজই বাংলাদেশের জার্সিতে সাকিব আল হাসানের শেষ সিরিজ হয়ে আছে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। তবে, সাকিব বাংলাদেশে নেই আরও আগে থেকেই। আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফেরেননি তিনি। তবে, দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলছে। দিনচারেক পর বাংলাদশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে। এবারই প্রথম বারের মত বিপিএলে থাকছেন না দেশের ইতিহাসের এই সেরা ক্রিকেটার।

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তীব্র আন্দোলনের মুখে আর দেশেই পা রাখতে পারেননি তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজও খেলা হয়নি সাকিবের। আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তিন ফরম্যাটেই জাতীয় দলকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানালেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার সম্ভাবনা এখন শূন্যের কোটায়।

এমনকি আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া একাদশ বিপিএলের আসরেও খেলা হচ্ছে না সাকিবের। দেশের মাটিতে সাকিবের খেলতে না পারাকে নিজেদের ব্যর্থতা হিসেবেই দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। ক্যারিয়ারের শেষের দিয়ে এসে রাজনীতি করলেও সাকিবের আসল পরিচয় ক্রিকেটার বলে মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচের দায়িত্ব নেয়া সুজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শুরু হয়েছে ঢাকা ক্যাপিটালসের অনুশীলন। অনুশীলন শেষে গণমাধ্যমের সামনে ঢাকার কোচ সুজন বলেন, ‘সাকিব এক নম্বর সেরা প্লেয়ার। সাকিব না থাকাটা....সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে না এটাও সত্যি কথা। বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না এটা এক রকম ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি। রাজনীতি করেছে তার ক্যারিয়ারের শেষ দিকে এসে। কিন্তু সারা বাংলাদেশের মানুষ তাকে একজন ক্রিকেটার হিসেবে চেনে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবেই। ওর উত্থানটা ক্রিকেটার হিসেবে। রাজনীতি করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারব না।’

সাকিবের ক্যারিয়ার ১৭ বছরের অধিক সময়ের। আট মাসের রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে খেলোয়াড়ি জীবনকে মিলিয়ে ফেলতে নিষেধ করেছেন সুজন। সাকিব বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। বিপিএলে তার না থাকাটা হতাশার বলে মন্তব্য করেন সুজন।

তিনি বলেন, ‘ওরা আট মাসটা এত বড় লম্বা ক্যারিয়ারের সাথে মিলিয়ে ফেলল এটাই সব থেকে...। আমার মনে হয়, দেশের সবথেকে বড় প্লেয়ার বিপিএল খেলতে পারবে না। এতে প্লেয়াররা অনেক হয়তো হতাশ, সবাই মাইকের সামনে বলতেও পারে না। কিন্তু, আমি মনে করি যে, সব প্লেয়ারের সাথেই সাকিবের বন্ধুত্ব সম্পর্ক ছিল। সাকিব সব সময় সাপোর্ট করে হেল্প করে সবাইকেই। খারাপ লাগছে আর কি এটাই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×