বিপিএলে রংপুর রাইডার্সের স্পনসরে যুক্ত হল ‘গোল্ড কিনেন’


বিপিএলে রংপুর রাইডার্সের স্পনসরে যুক্ত হল ‘গোল্ড কিনেন’

গ্লোবাল সুপার লিগ (জিএসএল) টি-২০ টুর্নামেন্ট দিয়ে প্রথম বারের মত রংপুর রাইডার্সের স্পনসর হয়েছিল বাংলাদেশের প্রথম স্বর্ণ কেনার অ্যাপ ‘গোল্ড কিনেন।’ একই ধারাবাহিকতায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরেও রংপুর রাইডার্সের স্পনসর হয়েছে ‘গোল্ড কিনেন।’ দলটি তাদের অন্যান্য অফিশিয়াল স্পন্সরদের মধ্যে ‘গোল্ড কিনেন’-এর নাম ঘোষণা করেছে।

সদ্য শেষ হওয়া জিএসএলে রংপুর রাইডার্সের গর্বিত স্পনসর থেকে গোল্ড কিনেন সঙ্গী হয় দলটির চ্যাম্পিয়ন হওয়ার গৌরবময় মুহূর্তের। দারুণ সেই সাফল্যের পর এবার বিপিএলেও রংপুরের স্পন্সর হিসেবে থাকতে পেরে উচ্ছসিত ‘গোল্ড কিনেন।’ 

চুক্তি সাক্ষরের পর গোল্ড কিনেনের প্রতিষ্ঠাতারা রংপুরের দেওয়া বিবৃতিতে বলেছেন, ‘আমরা রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে পেরে রোমাঞ্চিত। এই অংশীদারিত্ব আমাদের দুই পক্ষের সংকল্প ও উদ্দীপনার মূল্যবোধকেই প্রতিফলিত করে। আমরা সারা দেশের ক্রিকেট ভক্তদের সাথে বিপিএলের আসছে মৌসুম উদযাপন করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইশতিয়াক সাদেক বলেন, ‘গোল্ড কিনেনের সমর্থন মাঠে এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই আমাদের শ্রেষ্ঠত্ব অর্জনের তাড়নাকে শক্তিশালী করে। একসাথে আমরা আমাদের ভক্তদের জন্য এই মৌসুমটিকে অবিস্মরণীয় করে তুলতে প্রস্তুত।’ 

রংপুরের অন্যতম অফিশিয়াল স্পনসর হিসেবে গোল্ড কিনেনের ব্র্যান্ডিং, টিমের জার্সি ও অন্যান্য প্রচারমূলক সামগ্রীতে বিশেষভাবে প্রদর্শিত হবে। এছাড়াও, গোল্ড কিনেন পুরো বিপিএলজুড়েই ভক্তদের বিভিন্ন উপহার দিবে ও তাদের জন্য প্রচারণামূলক কার্যক্রম চালাবে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×