আইপিএলে কেউ নেয়নি, ছয় বছর পর পিএসএলে নাম লেখালেন মোস্তাফিজ


আইপিএলে কেউ নেয়নি, ছয় বছর পর পিএসএলে নাম লেখালেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের কেউই দল পাননি। মেগা নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের নাম ডাকা হলেও দশ ফ্র্যাঞ্চাইজির কেউই সাড়া দেননি। 

আইপিএলের সর্বশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। সেবার নয় ম্যাচে নয় দশমিক ২৬ ইকোনমি রেটে ১৪ উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এই পেসার। আইপিএলের সামনের আসরে মোস্তাফিজ দল না পেলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। 

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার (২৫ ডিসেম্বর) পিএসএল তাদের ভেরিফায়েড এক্স- হ্যান্ডেলে টুইট বার্তায় বাংলাদেশের এই পেসারের ড্রাফটে নাম লেখানোর বিষয়টি নিশ্চিত করেছে। 

পিএসএলের পরবর্তী আসর শুরু হবে আগামী বছরের ৭ এপ্রিল। সে সময় আইপিএল থাকায় পিএসএলে এবার আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দেখা যাওয়ার সম্ভাবনা অনেক। 

পিএসএলে এখন পর্যন্ত কেবল এক বারই খেলেছেন মোস্তাফিজ। ২০১৭-১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি এই পেসার। সেবার মাত্র ছয় দশমিক ৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। 

২০২৫ সালের ১১ জানুয়ারি পিএসএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×