এমবাপেকে নিয়ে রিয়ালের দুঃসংবাদ


News Defalt/nhvohk3_kylian-mbappe_625x300_12_December_24_20241212_222030040.jpg

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন হলেও এবারের মৌসুমে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে হারের পর আতালান্তার বিপক্ষে মাঠে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচ দিয়েই আবার ইউরোপসেরা টুর্নামেন্টে জয়ে ফিরেছে রিয়াল। আর স্প্যানিশ জায়ান্টদের জয়ে ফেরানোর পথে প্রথম গোলটি করেছেন কিলিয়ান এমবাপে।

যদিও পুরো ম্যাচে মাঠে থাকতে পারেননি তিনি। চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। বাম পায়ের উরুতে চোট ধরা পড়েছে ফরাসি তারকার। ফলে নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছেন রিয়ালের পরবর্তী ম্যাচ। আজ রিয়ালের পক্ষ থেকে ফরাসি তারকার চোটের বিষয়টি নিশ্চিত করেছে। 

তবে কতদিনের জন্য মাঠের বাহিরে যাচ্ছেন এ বিষয়ে উল্লেখ করেনি রিয়াল। এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ১০ দিনের জন্য মাঠে বাহিরে যাচ্ছনে এমবাপে। ফলে লা লিগায় ভায়েকানোর বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না, একই সঙ্গে ১৮ ডিসেম্বরের ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপার লড়াইয়ে তাকে পাওয়া নিয়ে অনিশ্চিয়তা। 

এদিকে আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা ফুটবলারদের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। এ প্রতিযোগীতার নবম ফুটবলার হিসেবে গড়েছেন এমন রেকর্ড। সেই সঙ্গে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল করা ফুটবলার হয়েছেন তিনি। ২৫ বছর ১১ মাস ২০ দিন বয়সে এ প্রতিযোগীতায় ৫০ গোল করেছেন তিনি। 

তার চেয়ে কম বয়সে ফিফটি করেছেন কেবল লিওনেল মেসি, ফুটবল জাদুকরের বয়স ছিল ২৪ বছর ২৮৪ দিন বয়সে। এদিকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ৫০ গোল করার রেকর্ড গড়ার পথে এমবাপে টপকে গেছেন নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এ রেকর্ডটা যে ছিলো সিআরসেভেনরই। পর্তুগীজ মহাতারকা ৫০ তম গোল করেছিলেন ২৮ বছর ২ মাস ৭ দিন বয়সে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×