যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নদের ৫০ লাখ পুরস্কারের ঘোষণা ক্রীড়া উপদেষ্টার


December 2024/Jobo Asia.jpg

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপার স্বাদ পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই এবার চ্যাম্পিয়নদের সুখবর দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ ডিসেম্বর) আজিজুল হাকিম তামিমদের ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ।
 
এক দিন আগে রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালে জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটাকে মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটাই ভারতের সামনে পাহাড়সম হয়ে দাঁড়াল। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের ৩৫ ওভার এক বলে ১৩৯ রানে অলআউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
 
ঐতিহাসিক জয়ের কিছুক্ষণ পরই যুবাদের নিজের অভিনন্দন বার্তা পৌঁছে দেন ক্রীড়া উপদেষ্টা। এবার তিনি আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণাও দিলেন।
  
জাতীয় ক্রীড়া পরিষদ সচিবের সাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয় বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ হতে উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন।
 
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এ নিয়ে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়নের স্বাদ পেল বাংলাদেশ। ২০২৩ সালের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম শিরোপা জেতে যুবারা। ওই আসরে অবশ্য সেমিফাইনালেই ভারতের সঙ্গে দেখা হয়েছিল লাল সবুজদের। সেমিফাইনাল বাংলাদেশ জিতে নিয়েছিল চার উইকেটের ব্যবধানে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×