হকিতে ভারতের কাছে ১৩ গোল খেলো বাংলাদেশ


News Defalt/junior-hockey-de4675096f7282e14882f9b028c27092 (1).jpg

ওমানের রাজধানী মাসকটে জুনিয়র এশিয়া কাপ হকিতে নারীদের টুর্নামেন্টে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রথম দিনেই তারা শক্তিশালী চীনের কাছে ১৯ গোল হজম করে। রবিবার দ্বিতীয় ম্যাচেও গোলবন্যায় ভাসলো বাংলাদেশের মেয়েরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত তাদেরকে দিয়েছে ১৩ গোল, অবশ্য বাংলাদেশ করেছে একটি গোল।

প্রথম কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল খেয়ে একটি শোধ দেয়। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন অধিনায়ক অর্পিতা পাল। এই অর্ধে আর কোনও গোল হয়নি।


দ্বিতীয় কোয়ার্টারে ভারত আরও দুটি গোল দেয়। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতির পর তারা আরও তিন বার জাল কাঁপায়। শেষ অর্ধে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের। পাঁচ গোল খায় তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×