ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ
- খেলাধুলা ডেস্ক
- প্রকাশঃ ১১:১৪ এম, ০৮ ডিসেম্বর ২০২৪

এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে যুবাদের এশিয়া কাপ। এশিয়ান এ টুর্নামেন্টে শুরু থেকেই দাপুটে ক্রিকেট খেলেছে জুনিয়র টাইগাররা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও প্রথম দুই জিতে সেমিফাইনালের টিকিট কাটে লাল-সবুজের দল। সেমিতে পাকিস্তানকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে যুবারা যেখানে আজ তাদের প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এ ম্যাচে হেরে আগে ব্যাট করবে জুনিয়র টাইগাররা।
শেষ চারের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ৭ উইকেটে জিতে বাংলাদেশ। তাতে তৃতীয়বারের মতো এশিয়াকাপের ফাইনালের টিকিট কাটে টাইগার যুবরা।
যুবাদের এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারের আসরে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার শিরোপা জেতার পথে সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশী যুবারা।
এর আগে ২০১৯ আসরে প্রথমবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল বাংলাদেশ, সেবার ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল টাইগার যুবাদের।
যুব এশিয়া কাপের সবশেষ ১০ আসরের মধ্যে ৭ বার এককভাবে ও একবার পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন ভারত। এবারও রয়েছে দারুণ ছন্দে, বলা যায় ফাইনালে ফেবারিট হিসেবই থাকবে তারা। তবে ছেড়ে কথা বলবে না বাংলাদেশও। কেননা বর্তমান চ্যাম্পিয়ন টাইগাররাই। ২০১৯ সালে শিরোপা হাতছাড়া হলেও গেল বছর মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু তাই নয়, ভারতকে সেমিফাইনাল থেকেই বিদায় করে তারাই। এবারও বাংলাদেশ শুরু থেকেই খেলছে দুর্দান্ত।