মেসিই হলেন এমএলএসের বর্ষসেরা ফুটবলার


মেসিই হলেন এমএলএসের বর্ষসেরা ফুটবলার

ইন্টার মিয়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে শিরোপা জিতিয়েছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের ক্লাবটির হয়ে অবশ্য এবারই প্রথম পূর্ণাঙ্গ মৌসুমে খেলেছেন তিনি। এবারের মৌসুমে সাপোর্টাস শিল্ড পুরস্কার জিতেছে মিয়ামি, আর মিয়ামির হয়ে প্রথম পূর্ণ মৌসুম কাটিয়েই এমএলএসের বর্ষসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

মেসি মিয়ামিতে যোগ দেন ২০২৩ সালের জুনে। এবারই ক্লাবটির হয়ে তিনি খেলেছেন প্রথম পূর্ণাঙ্গ মৌসুম। যদিও চোটের কারণে এবং জাতীয় দলের খেলা থাকায় লম্বা সময়ই মিয়ামির হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

তবে মিয়ামির হয়ে সব ম্যাচ খেলতে না পারলেও মেসির পারফর্ম্যান্স ছিল অসাধারণ, তিনি ১৯ ম্যাচ খেলে গোল করেছেন ২০টি। সেই সঙ্গে তার নামের পাশে আছে ২০টি অ্যাসিস্ট। দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়েই বর্ষসেরার খেতাব জিতেছেন তিনি। ইন্টার মিয়ামির ইতহাসের প্রথম ফুটবলার হিসেবে এমএলএসের বর্ষসেরা হয়েছেন আলবিসেলেস্তে অধিনায়ক।

এমএলএসের বিবৃতিতে জানা গেছে, ৩৮.৪৩ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হিয়েছেন মেসি। খেলোয়াড়, গণমাধ্যমকর্মী ও ক্লাবগুলোর ভোটে নির্বাচন করা হয়েছে সেরা ফুটবলার।   

যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার ল্যান্ডন ডোনোভ্যানের নাম অনুসারে ২০১৫ সালে এ পুরস্কারের নাম রাখা হয় ‘ল্যান্ডন ডোনাভ্যান এমএলএস মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার।’

এদিকে বর্ষসেরা হয়েও মেসি আক্ষেপই করেছেন। তিনি বলেন, ‘এই পুরস্কারটি আমি ভিন্ন এক পরিস্থিতিতে, শনিবারের ফাইনালের সময় নিতে চাইতাম। এবারের এমএলএসে আমাদের অনেক বড় স্বপ্ন ছিল। সেটা হয়নি। পরের মৌসুমে আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে চেষ্টা করব।’ 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×