রংপুরকে শিরোপা জিতিয়ে সৌম্যই হলেন ম্যাচ ও সিরিজ সেরা


News Defalt/sumya-1733546249.webp

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) ফাইনালে রংপুর রাইডার্সকে শিরোপা এনে দিলেন সৌম্য সরকার। ব্যাট হাতে অপরাজিত ৮৬ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে ৫৬ রানের বড় জয় উপহার দেন এই বাঁহাতি ব্যাটার। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ফাইনালের ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন।

ভিক্টোরিয়ার বিপক্ষে রংপুরের ইনিংসে সৌম্য খেলেন ৫৪ বলের ঝকঝকে ইনিংস। তার ৮৬ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ৫টি ছক্কার ঝড়। সৌম্যর এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই রংপুর ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ভিক্টোরিয়া মাত্র ১২২ রানে গুটিয়ে গেলে ৫৬ রানের জয় নিশ্চিত হয় রংপুরের।

সৌম্য সরকার এবারের জিএসএলে ছিলেন অপ্রতিরোধ্য। ৫ ইনিংসে ৪৭ গড়ে সর্বোচ্চ ১৮৮ রান সংগ্রহ করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১৪২.৪২। দুইটি হাফ সেঞ্চুরির পাশাপাশি পুরো টুর্নামেন্টে ১৭টি চার ও ৯টি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পাকিস্তানের শান মাসুদ (১৫৯ রান) এবং তৃতীয় সর্বোচ্চ রংপুরের স্টিভেন টেলর (১৫৪ রান)।

ফাইনালের আগে ভিক্টোরিয়ার বিপক্ষে লিগ পর্বের ম্যাচেও ফিফটি করেছিলেন সৌম্য (৫১ রান)। যদিও সে ম্যাচে রংপুর হেরেছিল ১০ রানে। তবে ফাইনালে এসে নিজের ফর্ম ধরে রেখে ব্যাট হাতে ম্যাচের পার্থক্য গড়ে দেন সৌম্য। তার অসাধারণ ইনিংস এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই রংপুর রাইডার্স এবারের জিএসএলে শিরোপা জিততে পেরেছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×