পাকিস্তানকে দাঁড়াতেই দিল না বাংলাদেশ


News Defalt/00346773068f3e0cc81dfd608edf3296-6752c521f3605.jpg

২৮১, ৩১৪ ও ২৪৩- গ্রুপ পর্বের তিন ম্যাচে আগে ব্যাটিং করে পাকিস্তানের সংগ্রহ। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে জিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছিলেন সাদ বাইগ-ফাহাম উল হকেরা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ জ্বলে উঠতে পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। বলতে গেলে বাংলাদেশি বোলারদের তোপে দাঁড়াতেই পারেননি তারা। কোনো রকমে ধুঁকে ধুঁকে ইনিংসের ১৩ ওভার বাকি থাকতে ১১৬ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।
 
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বল হাতে দাপট দেখিয়েছেন ইকবাল হোসেন ইমন। ডান হাতি এ পেসার ২৪ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া মারুফ মৃধা ২টি এবং আল ফাহাদ ও দেবাশিষ সরকার ১টি করে উইকেট নিয়েছেন।

আজ টস জিতে আগে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অধিনায়কের সিদ্ধান্ত যে যৌক্তিক ছিল, সেটা ইনিংসের প্রথম ওভারেই বুঝিয়ে দেন মারুফ মৃধা। দারুণ এক ডেলিভারিতে উসমান খানকে (০) সাইমুন বশিরের হাতে কাচে পরিণত করেন। পরের ওভারে বোলিংয়ে এসে আরেক ওপেনার সাহযাইব খানকেও (০) ফেরান মারুফ।

৭ রানে ২ ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তানের হাল রেন রিয়াজুল্লাহ ও সাদ বাইগ। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪১ রান। ইনিংসের ১৫তম ওভারে সাদকে (১৮) ফিরিয়ে জুটি ভাঙেন ইমন। এরপর নাভিন খান (২) উইকেটে এসে থিতু হওয়ার আগেই রান আউট হয়ে ফেরত যান।   

দলকে ৭৪ রানে রেখে ইমনের দ্বিতীয় শিকার হয়ে ফেরত যান ৬৫ বলে ২৮ রান করা রিয়াজুল্লাহ। এরপর ফারহান ইউসুফ যা একটু লড়াই চালিয়ে গেলেন। তাঁর ৩২ বলে ৩২ রানের কল্যাণে শত রান পেয়ে যায় পাকিস্তান।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×