ডজনখানেক সুযোগ পেয়েও হারল বাংলাদেশ!


30 November/Ban Airland.jpg

একের পর এক ক্যাচ মিস, রান আউট ও স্টাম্পিংয়ের সুযোগও মিস করেছে আয়ারল্যান্ড। সবমিলিয়ে ডজনখানেক জীবন পেয়েও জিততে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সিলেটে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের কাছে ১২ রানে হেরেছে সুলতানা জ্যোতির দল। ১৭০ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৭ রানে থেমে যায় লাল সবুজরা।
 
লক্ষ্যটা কঠিন ছিল। তবে, আইরিশদের বাজে ফিল্ডিং এগিয়ে রেখেছিল টাইগ্রেসদের। বিশেষ করে একের পর এক ক্যাচ, রান আউট, স্টাম্পিং মিস করে যাচ্ছিল সফরকারীরা। একের পর এক জীবন পেয়ে ওপেনিং জুটিতেই দলকে শতরান এনে দেন দিলারা আক্তার ও সোবানা মোস্তারি। দ্বাদশ ওভারে গিয়ে দুজনের ১০৩ রানের জুটি ভাঙেন ওরলা প্রেনদারগ্যাস্ট। ৩৫ বলে তিন চার ও দুই ছক্কার মারে ৪৬ রানে থামেন সোবানা।
 
পরবর্তী সাত রানের ব্যবধানে সাজঘরের পথ ধরেন নিগার সুলতানা জ্যোতি ও দিলারা। জ্যোতি পাঁচ বলে চার আর দিলারা ৪১ বলে সমান দুই ছক্কা ও চারের মারের ৪৯ রান করে আউট হন। এরপর শারমিন আক্তার ও তাজ নেহার হাল ধরে ফের দলকে জয়ের আশা দেখান। ১৪ বলে ১৯ করে ১৭তম ওভারের শেষ বলে আউট হন নেহার। ১৮তম ওভার শেষেও জয়ের পথে ছিল টাইগ্রেসরা। জয়ের জন্য শেষ ১২ বলে প্রয়োজন ছিল ১৮ রানের।
  
কিন্তু, ১৯তম ওভারের প্রথম বলে স্বর্ণা আক্তার আউট হওয়ার পর পুরো ওভারে আর কোন রান তুলতে পারেনি স্বাগতিকরা। উল্টো চতুর্থ বলে সাজঘরের পথ ধরেন রিতু মনিও। প্রেনদারগ্যাস্টের ওই মেডেন ওভারেই ম্যাচ নিজেদের করে নেয় আইরিশরা। শেষ ওভারে আর কোন চমক দেখাতে পারেনি বাংলাদেশ। তাতে হার নিয়েই সিরিজ শুরু করল জ্যোতির দল।
 
আইরিশদের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আর্লেনে ক্যালি এবং ওরলা প্রেনদারগ্যাস্ট।
 
এর আগে অধিনায়ক গ্যাবি লুইস ও লিয়া পলের ব্যাটিং নৈপুণ্যে বড় পুঁজি তুলে নিয়েছিল সফরকারীরা। লুইস ৪২ বলে সাত চার ও দুই ছক্কার মারে ৬০ রান করে আউট হন। তবে, ৪৫ বলে দশ চার ও ছক্কার মারে ৭৯ রানে অপরাজিত থাকেন পল। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় পুঁজি পায় আয়ারল্যান্ড।
 
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী শনিবার (৭ ডিসেম্বর)। তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ৯ ডিসেম্বর। টি-২০ সিরিজের সবগুলো ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×