চীনকে হারিয়ে যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম বাংলাদেশ


30 November/Hockey China.jpg

যুব এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে চীনকে ৬-৩ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। 

বুধবার (৪ ডিসেম্বর) স্থান নির্ধারণী ম্যাচে চীনকে হারিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

বুধবার (৪ ডিসেম্বর) ওমানের মাসকটে চীনের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। তবে, দাপট দেখিয়েছে চীনও। কিন্তু, শেষ হাসিটা হেসেছে মওদুদুর রহমান শুভর দল। ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরুল ইসলাম ও রাকিবুল হাসান।
 
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। রিভার্স হিটে সহজেই লক্ষ্যভেদ করেন রাকিবুল হাসান। ১১ মিনিটে সমতায় ফেরে চীন। চেনজিন সিন আক্রমণ থেকে সমতা ফেরান। ১৯ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জ্যাং জিলাং গোল করে লিড এনে দেন চীনকে। 
 
তার দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোরলাইন ২-২ করেন আমিরুল ইসলাম। ২৬ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটিও করেন তিনি। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। 
  
৪২ মিনিটে ঝ্যাং ঝিলাং ব্যবধান ৪-৩ করেন। ৫২ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি রাকিবুল। ৬০ মিনিটে আক্রমণ থেকে দলের হয়ে ষষ্ঠ গোলটিও করেন রাকিবুল। সেইসাথে তার পূরণ করেন তার হ্যাটট্রিক।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×