ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে ১০০ জনের মৃত্য, থানায় আগুন


30 November/Fire football.jpg

ফুটবল মাঠে নানা ধরনের রেকর্ডের সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। তবে, এবার একটি হতাশাজনক ঘটনার সাক্ষী হয়েছে গিনির ফুটবল দর্শকরা। দেশটির ফুটবল ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০০ জন সমর্থক নিহত হয়েছে। সংবাদ এএফপির।

ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ গিনির এনজেরেকোরে, সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। অন্তত ১০০ জন সমর্থকের মৃত্যু হয়েছে। পরে, তা স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। থানায় আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

সংঘর্ষে নিহতের সংখ্যা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে, হাসপাতালের মর্গ লাশে পরিপূর্ণ।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় হাসপাতালের এক ডাক্তার জানিয়েছে, হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু লাশের সারি। অন্যরা হলওয়েতে মেঝেতে পড়ে আছেন। মর্গ লাশে পরিপূর্ণ। প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের বাইরের রাস্তায় বিশৃঙ্খলার দৃশ্য। এ ছাড়াও মাটিতে অসংখ্য লাশ পড়ে থাকতেও দেখা গেছে।

মাঠে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক শুরু হয়। মাঠে বেশ কয়েক জন সমর্থক ঢুকে পড়েন। তার পরে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তা ক্রমেই বড় হয়ে যায়। উত্তেজিত জনতা এনজেরেকোর থানায় আগুন ধরিয়ে দেয়।

জানা যায়, গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল। ২০২১ সালে জোর করে গিনির ক্ষমতা দখল করেছিলেন মামাদি। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন তিনি। পরে আন্তর্জাতিক বিরোধিতায় ক্ষমতা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে দাঁড়াবেন বলে জানিয়েছেন মামাদি। এই রাজনৈতিক অস্থিরতার মাঝে ফুটবল খেলাকে কেন্দ্র করে হল সংঘর্ষ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×