লিভারপুলের সামনে টানা ৩৪ দিন জয়হীন ম্যান সিটি


News Defalt/haaland.jpg

কীভাবে ম্যাচ জিততে হয়, সেটা যেন ভুলেই গিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ সিটির সামনে কঠিন প্রতিপক্ষ। পাঠক! ধারনা সঠিক! রাতে লিভারপুলের হোম এনফিল্ডে খেলা। একদিকে, টানা ৩৪ দিন জয়হীন ম্যান সিটি। ভিন্নভাবে বলতে গেলে, টানা ৬ ম্যাচ জয়হীন সিটিজেনরা। অন্যদিকে, প্রিমিয়ার লীগের টেবিলে শীর্ষে থাকা লিভারপুল।

তবে প্রতিপক্ষের ঘরের মাঠ অ্যানফিল্ডে নামার আগে পেপ গার্দিওলার কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হারের পর সবশেষটিতে তিন গোলের লিড হারিয়ে অবিশ্বাস্যভাবে ড্র করে সিটি। পথহারা দলটির সামনে এবার আরেকটি বড় চ্যালেঞ্জ। অ্যানফিল্ডে খেলতে হবে দারুণ ছন্দে থাকা লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচে সিটি হারলে শীর্ষে থাকা লিভারপুল এগিয়ে যাবে ১১ পয়েন্টে। গার্দিওলার কোচিংয়ে টানা চারটিসহ গত সাত মৌসুমের মধ্যে ছয়বার লীগ শিরোপা জিতেছে সিটি। সেই দলই এখন পার করছে খুব কঠিন এক সময়।

কদিন আগে সিটির সঙ্গে দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানো গার্দিওলা বলেন, দলকে কক্ষপথে ফেরানোর সুযোগ চান তিনি। গার্দিওলা বলেন, ‘অবশ্যই ভাবছি তাদের আমি কী করতে পারি। একজন খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতি আসে। আর যখন আসে, তখন তা গ্রহণ করতে হয়, চ্যালেঞ্জ নিতে হয়। জিততে না পারলে সমস্যায় পড়তে হবে, আমি জানি।’

তিনি আরও বলেন, ‘যে মুহূর্তে অনুভব করব, আমি ক্লাবের জন্য ইতিবাচক নই, তখন অন্য একজন আসবে। তবে আমি চেষ্টা করার সুযোগ চাই এবং এখন থেকে মৌসুমের শেষ পর্যন্ত, পরের মৌসুমেও দলকে অনেক দিক থেকে পুনর্গঠন করতে চাই। সেই চ্যালেঞ্জ নেয়ার ও কাজ করার সুযোগ চাই।’

লীগে সবশেষ ম্যাচে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে সিটি, প্রিমিয়ার লীগে যা তাদের টানা তৃতীয় হার। ২০০৭ সালের পর প্রথমবার লীগে টানা চার ম্যাচ হারের ঝুঁকিতে আছে তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×