লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা


News Defalt/chiko (1).jpg

আবারো এক ব্যর্থতার গল্প লিখলো বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় হার দিয়ে ১২৬তম বছর শুরু করলো বার্সেলোনা। কাতালান ক্লাবটি জন্মদিনের ঠিক পরদিন ঘরের মাঠেই লাস পালমাসের কাছে হেরেছে ২-১ গোলে।

শেষ তিন ম্যাচে জয়ের দেখা না পাওয়া বার্সা ঘরের মাঠে লাস পালমাসের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে। জয়ের ধারায় ফিরতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের উপর ছড়ি ঘোড়াতে থাকে বার্সা। কিন্তু দেখা মিলছিলো না কাঙ্ক্ষিত গোলের। পালমাসের রক্ষণ ভাঙতেই হিমশিম খাচ্ছিলো বার্সা ফরোয়ার্ডরা। গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দু’দল। তবে, বার্সা অধিনায়ক রাফিনিয়া একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়।

গোলের জন্য মরিয়া হ্যান্সি ফ্লিক দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও উল্টো ৪৯ মিনিটে সান্দ্রো রামিরেজের গোলে এগিয়ে যায় লাস পালমাস। তবে ৬১ মিনিটে দলকে সমতায় ফেরান রাফিনিয়া। ৬ মিনিট বাদে গোল করে আবারও লাস পালমাসকে এগিয়ে দেন ফ্যাবিও সিলভা। এরপর অনেক চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তাই হার নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×