অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ: তামিমের পর ইকবালদের দাপটে সহজেই জিতে গেল বাংলাদেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৫০ পিএম, ২৯ নভেম্বর ২০২৪

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৪৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের সেঞ্চুরির পর ইকবাল হোসেন-আলি ফাহাদের বোলিং তোপে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় আফগানরা।
বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্যে নেমে দারুণ সূচনা পেয়েছিল আফগানিস্তান অনুর্ধ্ব-১৯। ২১ রানে প্রথম উইকেট হারালেও মাঝ ওভারে দেখেশুনে খেলতে থাকেন আফগান টপ অর্ডাররা। অধিনায়ক মাহবুব খান ও ফয়সাল খান আহমেদজাইয়ের জুটিতে দ্বিতীয় উইকেটে দলীয় ৫০ রান পেরিয়ে যায় আফগানিস্তান।
তবে দলীয় পঞ্চাশ রান পেরোনোর পর অধিনায়ক মাহবুব খান রাফিউজ্জামান রাফির স্পিনে বোল্ড হয়ে ফেরেন। মাহবুব খান(১৬ রান) ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন ফয়সাল খান।
তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়ে ম্যাচের গতি নিজেদের দিকে নিতে থাকে আফগানিস্তান। তবে দলীয় ১১৬ রানে ফিফটি করা ফয়সাল খানকে এলবিডব্লিউ করে ফেরান পেসার আলি ফাহাদ। সেই সঙ্গে ম্যাচে ফেরে বাংলাদেশ।
৩০তম ওভারে ৫৮ রান করা ফয়সাল ফিরে গেলে এরপর আর বড় জুটি গড়তে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের পেসার ইকবাল হোসেন ইমন ও আলি ফাহাদের পেসে ধারাবাহিক বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।
শেষ পর্যন্ত ১৮৩ রানেই গুটিয়ে যায় আফগানরা। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন ও আলি ফাহাদ।
এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ এনে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম (১০৩ রান)। ওপেনার কালাম সিদ্দিকি করেন ৬৬ রান।
গ্রুপ পর্বের পরের ম্যাচে আগামী ১ ডিসেম্বর নেপাল অনুর্ধ্ব-১৯ এর মুখোমুখি হবে বাংলাদেশ।