জাতীয় দলের সাবেক ফুটবলার গ্রেফতার


জাতীয় দলের সাবেক ফুটবলার গ্রেফতার

নাটোর-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার সোহেল রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি মো. মাহাবুর রহমান জানান, সন্ধ্যায় নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে।


প্রসঙ্গত, সোহেল রেজা আওয়ামী লীগের শাসনামলে নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×