হাঙ্গেরিকে ৪-০ গোলে হারালো নেদারল্যান্ডস


হাঙ্গেরিকে ৪-০ গোলে হারালো নেদারল্যান্ডস

হাঙ্গেরিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস।এই জয়ে শেষ আটে পা রাখলো ডাচরা। ম্যাচের ২১ মিনিটে, ওয়াগহোর্সটের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ড

এর আগে, ম্যাচের সাত মিনিটে ডাগআউটে লুটিয়ে পড়েন হাঙ্গেরির সহকারী কোচ আদাম সাজালাই। চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। দ্বিতীয় গোলের দেখা পেতে ডাচদের অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়।

প্রথমার্ধের যোগ করা সময়ের ১২ মিনিটে স্পটকিক থেকে দলকে গোল উপহার দেন গাকপো।দ্বিতীয়ার্ধেও, চলতে থাকে ডাচদের একপেশে আধিপত্য। স্কোর শিটে নাম লেখান ডেমফ্রিস। ম্যাচের শেষদিকে, কোপমেইনারসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ড।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×