ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ


ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসার সামনে বিএনপি নেতা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসদরের পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুকুল উপজেলা বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির গেটে রিকশা থেকে নামার সময় পেছন দিক থেকে কয়েকজন দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে মুকুল পিঠ ও কোমরের মধ্যে গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. হাবিবুর রহমান বলেন, “মুকুলের শরীরের পেছনে তিনটি গুলি লেগেছে; পিঠের মাঝ বরাবর দুটি এবং কোমরের নিচে একটি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হাসপাতালে ভিড় জমিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×