উইন্ডিজকে হারিয়ে সিরিজ দখল ইংল্যান্ডের


উইন্ডিজকে হারিয়ে সিরিজ দখল ইংল্যান্ডের

পাঁচ টি-টোয়েন্টি সিরিজের ৩য় ম্যাচে স্বাগতিক উইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ক্যারিবিয়ানদের দেয়া ১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় ইংলিশরা। এই জয়ে ২ ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের দখলে নিয়েছে ইংল্যান্ড।

সেন্ট লুসিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। পরে অধিনায়ক রোভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ড বিপর্যয় সামাল দেন। শেফার্ড ৩০ রানে ফিরলেও রোভম্যান তুলে নেন হাফ সেঞ্চুরি। পরে আলজারি জোসেফের ২১ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের পুঁজি পায় উইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও পরে দ্রুত পরিস্থিতি সামাল দেয় ইংল্যান্ড। স্যাম কারানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। এছাড়া লিয়াম লিভিংস্টোন ৩৯ ও উইল জ্যাকস করেন ৩২ রান। ক্যারিবিয়ানদের হয়ে আকিল হোসেন ৪ উইকেট দখল করলেও হার এড়াতে পারেননি তিনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×