হ্যান্ডবলে সানিডেইলের ২ ট্রফি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:১৫ পিএম, ১১ মার্চ ২০২৪
মিনি স্কুল (অনূর্ধ্ব-১০) হ্যান্ডবল বালক ও বালিকা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে সাইডেইল স্কুল। বালক বিভাগে মতিঝিল আইডিয়াল ও বালিকা বিভাগে ভিকারুননিসা রানার্সআপ হয়।
সোমবার শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক বিভাগের ফাইনালে সানিডেইল ১০-২ গোলে মতিঝিল আইডিয়াল স্কুলকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বালিকা বিভাগের ফাইনালে সানিডেইল ৩-২ গোলে ভিকারুন নিসা নুন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে সানিডেইলের আহান ও বালিকা বিভাগে সেরা খেলোয়াড় মনোনীত হয় একই স্কুলের নামিলা।
খেলা শেষে বিজয়ীদের হাতে অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর সহ অন্য কর্মকর্তারাও।
ঢাকাওয়াচ/টিআর