সিরিজ জিতে তারপর পরীক্ষা-নিরীক্ষা


সিরিজ জিতে তারপর পরীক্ষা-নিরীক্ষা

বোলারদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ সহজেই জিতে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং কিন্তু মন ভরাতে পারেনি। বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস অবশ্য এসব নিয়ে খুব একটা চিন্তিত নন। আপাতত সিরিজ জয়ে পূর্ণ মনোযোগ তাঁর। আজ জিতলেই পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ৩-০তে এগিয়ে যাবে বাংলাদেশ। সিরিজ জয়ের পর পরীক্ষা-নিরীক্ষার দিকে যাওয়ার কথাও বলেছেন পোথাস।

জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ দল। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো পরীক্ষা করতে দেখা যায়নি। এমনকি টসে জিতে ব্যাটিং করার ঝুঁকিটা পর্যন্ত নেয়নি তারা। এই জিম্বাবুয়ের বিপক্ষে এসব কঠিন পরিস্থিতি মোকাবিলার অভ্যাস না করলে কী লাভ এ সিরিজ আয়োজনের!

এর ব্যাখ্যা দিতে গিয়ে নিক পোথাস বলেন, ‘যখনই আপনি আন্তর্জাতিক সিরিজ খেলবেন, প্রথম দায়িত্ব হচ্ছে, সেই সিরিজটা জেতা। ওই দায়িত্বটা সবার আগে ঠিকঠাক পালন করতে হবে। এর পর আপনি পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। সুতরাং আমরা ঠিক তাই করেছি, যেটা এই উইকেটে জয়ের জন্য আমাদের করণীয় ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আপনারা চাইলেন আর আমরা পরীক্ষা-নিরীক্ষা করলাম, এর পর কিছু ভুল হলে আপনারাই আমাদের সমালোচনা করবেন। আমাদের ওই কাজটাই করতে হবে, যেটা আমরা সঠিক মনে করব।’ পাশাপাশি বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও তারা ভাবছেন বলে জানান সহকারী কোচ।

তবে ব্যাটিংটা যে ঠিকঠাক হচ্ছে না, সেটা অস্বীকার করেননি নিক পোথাস। প্রথম ম্যাচে ১২৪ ও দ্বিতীয় ম্যাচে ১৩৮ তাড়া করতে নেমে গলদঘর্ম অবস্থা হয়েছিল টপঅর্ডারের। তাই ব্যাটারদের উন্নতির জায়গা দেখছেন তিনি, ‘আমরা সবসময় উন্নতির চেষ্টা করে যাচ্ছি। এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের মহড়াই বলা যায়। সুতরাং আমরা সবসময়ই উন্নতির চেষ্টা করছি। আমাদের কেপিআই (কি পারফরমেন্স ইন্ডিকেটর) আছে। ব্যাটাররা সে অনুযায়ী কাজ করছে।’

ব্যাটারদের ব্যর্থতার আলোচনায় সবার আগে আসবে ওপেনার লিটন কুমার দাসের নাম। ‘উইকেট ভালো। তবে প্রথম ১০ ওভার দুই দলের জন্যই কঠিন মনে হচ্ছে। আমরা খুব ভালো বোলিং করছি। যে কারণে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পেরেছি। ওদেরও নতুন বলে দু’জন ভালো বোলার আছে। আমার মনে হয়, আমাদের ব্যাটাররা ওই সময়টা বেশ ভালো খেলে পার করছে।’ টি২০ বিশ্বকাপে লিটন দারুণ পারফর্ম করবেন বলেও বিশ্বাস কোচের।


ঢাকাওয়াচ/টিআর
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×